সেন্ট্রাল ব্যাংকের পাসবুক আপডেট/প্রিন্ট করবেন কিভাবে ? সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে এসেছে পাসবুক প্রিন্টিং মেশিন।

 

সেন্ট্রাল ব্যাংকের পাসবুক আপডেট/প্রিন্ট করবেন কিভাবে ? সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে এসেছে পাসবুক প্রিন্টিং মেশিন।

 

আজকে আমার বলতে খুশি হচ্ছে যে আপনারা  যদি সেন্ট্রাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অথবা আপনাদের  যদি সেন্ট্রাল ব্যাংকে একাউন্ট খোলা থাকে তাহলে আপনি জানেন যে সেন্ট্রাল ব্যাংকের পাসবুক প্রিন্টিং মেশিনে পাসবুক আপডেট নিজেকেই করে নিতে হয়। আর আমি বিস্তারিত ভাবে বলে দিয়েছি আপনারা নিচের ভিডিওটি দেখে শিখতে পারবেন এবং আর্টিকেলটি পড়েও বুজতে পারবেন । চলুন আমি আপনাদেরকে বলে দিই :- 

আপনারা  আরেকটি কথা জেনে রাখুন যে পাসবুক প্রিন্টিং হয় দুই রকম ভাবে :- 

১) একাউন্ট নম্বর দিয়ে 

২) আপনার পাসবুকের পেছোন পাতায় একটি বার কোড থাকে সেই বার কোড দিয়ে।

 আপনি যেকোনো সেন্ট্রাল ব্যাংকের পাসবুক প্রিন্টিং মেশিনে নিজের পাসবুকটি প্রিন্ট করতে পারবেন। কিন্তু হ্যা শুধু মাত্র একাউন্ট নম্বর দিয়ে। আর হ্যা তার মধ্যে আপনাকে আপনার একাউন্টের সাথে আপনার মোবাইল নম্বর লিংক রাখতে হব।

আর পাসবুকের পেছনের পাতায় যে বারকোডটি থাকে সেই বারকোডটি দিয়ে শুধু মাত্র সেই ব্রাঞ্চেই পাসবুক প্রিন্ট হবে। যে ব্রাঞ্চে আপনারা একাউন্টটি খুলেছেন। আর আপনারা যে ব্রাঞ্চে একাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে শুধু মাত্র বারকোড দিয়ে পাসবুক প্রিন্ট হবে।  



আর আমাদের চ্যানেলের আপডেট পাওয়ার জন্য লাইক,সাবস্ক্রাইব এবং ফলো করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অব্শ্যই করবেন। 

ইউটুব চ্যানেল লিংক :-

https://www.youtube.com/channel/UC5J6ZqN-2DWIPHl9y8MUw0A

ফেইসবুক চ্যানেল লিংক :- 

https://www.facebook.com/Tech-Info-Raider-389794518276556

ইনস্টাগ্রাম চ্যানেল লিংক :-

https://www.instagram.com/prabinsardar77/



Post a Comment

Previous Post Next Post